Imported post: Facebook Post: 2021-06-25T18:02:40

বেসরকারি শিক্ষক সংগঠন করে মামলাবাজি এবং চাঁদাবাজি বন্ধ কর। তানাহলে দুদকে ধরিয়ে দিব। জয়বাংলা জয়বঙ্গবন্দ্ধু বলে দুর্নীতি করা অনেক শিক্ষক নেতার একটা কৌশল। এসব দুর্নীতিবাজদের স্মরণ করিয়ে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীসহ শিক্ষামন্ত্রী কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আর বেসরকারি শিক্ষক কর্মচারীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না। এসনিতেই তাঁরা চরম বৈষম্যের শিকার। তাঁদের প্রতি নানা রকম বঞ্চনা, প্রতারণা ও হয়রানি করা হচ্ছে। দেয়ালে পীঠ ঠেকিয়ে দিয়েছেন। এখনো সাবধান হন। আমরা এদেশে রহিঙ্গা নই। এত হেডম্যান দেখান পরে কিন্তু পথ খুঁজে পাবেন না।

No comments

Thanks for your valuable comment.

Powered by Blogger.