Imported post: Facebook Post: 2021-07-07T10:04:03

পেশাজীবি সংগঠনে কোনো দলীয় লেজুড়বৃত্তি থাকতে পারে না। কারণ, আপনি আপনার সংগঠনের নাম দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি রনি/ বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ, স্বাধীনতা শিক্ষক পরিষদ/বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম যারা সবাই দাবী করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী । দলীয় হলে নাম দিতেন আওয়ামী শিক্ষক সমিতি/সংগঠন । সেখানে আওয়ামীলিগের গঠনতন্ত্র এবং আদর্শ মেনে চলতেন এবং আপনার দলীয় অনুমোদন থাকতে হবে। এখন আপনি যদি একটি শিক্ষক সংগঠন করে বলেন আপনি সরকার সমর্থক! তাহলে আপনি নিজস্বার্থ চরিতার্থ করার মতলবে সংগঠন করেছেন, জাতীয় স্বার্থে নয়। আর যখন যে সরকার ক্ষমতায় আসবে আপনি তার সমর্থক। অতএব, আপনার কোনো দলীয় আদর্শ নেই। সংবিধান অনুসারে আপনি কোনো দলীয় লেজুড়বৃত্তি করতে পারেন না বলেই সেরকম নামকরণ। আপনি ব্যক্তিগতভাবে কোন দলীয় আদর্শিক হতে পারেন। কিন্তু আপনার পেশাজীবি সংগঠনে সবাই একই দলীয় আদর্শের হতে হবে সেরকম কিন্তু বলেন নাই। বলেছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এটা হলো সাংবিধানিক। আর আপনি যদি নিজেই একটা সংগঠন করে নিজেকে সভাপতি ঘোষণা করেন তাহলে আপনার সাথে অন্য সংগঠন লিয়াজোঁর নামে একটা ঐক্য খেলা খেলবে। অথচ, ১৩ সংগঠন ঐক্য করে মানব বন্ধন করে বড় জোর ৩৩ জন মিলে। আমার আসলে লজ্জা করে। তাই এখনো একটা সংগঠন ঘোষণা করে নিজেকে সভাপতি ঘোষণা করতে পারলাম না!

No comments

Thanks for your valuable comment.

Powered by Blogger.