Imported post: Facebook Post: 2021-07-10T09:57:01
আমি একবার ইত্তেফাক সম্পাদক রাহাত খানের কাছে একটা আর্টিকেল প্রকাশের জন্য নিয়ে গিয়েছিলাম! টাইটেল ছিল "জঙ্গিদের প্রতি ভালবাসা "। কি শিরোনাম দেখেই চমকে উঠলেন?
চমকানোর মতো নয়। সম্পাদক রাহাত খান বলেছিলেন, "অসাধারণ! " যদিও তিনি প্রকাশ করতে পারবেন না বলে তিন দিন পরে ফেরত দিয়েছিলেন।
আর্টিকেল এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল ওঁরা আমাদেরই ভাই। ওঁদেরকে ভালোবেসে কাছে টানতে হবে। দূরে সরিয়ে রাখলে ওঁরা আরো বেশি ভয়ংকর হয়ে উঠবে। ভালোবাসা দ্বারাই বিপথগামী মানুষদের কল্যাণের পথে ফিরিয়ে আনা সম্ভব! তবে, এটা একটি অবিরাম অগ্রযাত্রা!
No comments
Thanks for your valuable comment.