Imported post: Facebook Post: 2021-06-27T12:23:52
"অপমানজনক কথা বলতে
যে প্রস্তত বা অভ্যস্থ
তার থেকে দূরে রাখো
নিজেকে"
তাহলে তো সমাজ থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়বেন। আমার এক আত্মীয়, বয়স ৮০ বছর। থাকে আমেরিকায় মেয়ের কাছে। ৯ ছেলেমেয়ে। সবাই প্রতিষ্ঠিত। একবার দেশে এসেছিলেন। বললাম দাদি, এবার দেশে থেকে যাও। সোজা সাপটা উত্তর না। কেন? এদেশের মানুষ নেস্টি। ব্যবহার জানে না। জানে শুধু অপমান, অপদস্থ করতে। আমেরিকায় মানসিক প্রশান্তি নিয়ে দিন কাটে।
দাদি সত্যই কি মাতৃভূমির প্রতি মনটানে না?
তাকি আর টানে না!
No comments
Thanks for your valuable comment.